বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর পতেঙ্গা সাইলো জেটি সংলগ্ন খালপাড়ে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল (বুধবার) দুপুরে লন্ডন কলোনীর বাসা থেকে পুলিশ নাজমা বেগম (২৭) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ জানিয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই নাজমার স্বামী পলাতক বলে জানায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পতেঙ্গা থানা পুলিশ নিহত নাজমা বেগমের ভাগনী জেসমিন (২২) ও প্রতিবেশী রিকশা চালক আবুল হোসেনকে (৩৪) আটক করেছে। পতেঙ্গা থানার ডিউটি অফিসার এসআই উৎপল জানান, মহিলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, দুপুরে স্বামীর সাথে নাজমার ঝগড়া হয়েছে। আশেপাশের লোকজন নাজমার চিৎকার শুনেছে। হয়তো স্বামী তাকে মুখে কাপড় বা বালিশ জাতীয় কিছু চাপা দিয়ে হত্যা করেছে। তবে স্বামীর নামটি কেউ বলতে পারেনি। স্বামী পালাতক রয়েছে। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তাকে ধরার চেষ্টা চলছে। এদিকে স্থানীয়রা নিহত নাজমা এবং তার স্বামী সম্পর্কে তেমন কোন তথ্য দিতে পারেনি। তবে নাজমার বাড়ী নোয়াখালী এবং স্বামীর বাড়ী রংপুর বলে জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।