Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোরে নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা.যশোর : যশোরের নবাগত জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দীন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে যশোরের সার্বিক উন্নয়নে সমাজ বিনির্মাণে ও সব সমস্যার সমাধানে ভুমিকা রাখার আহŸান জানান। পাশাপাশি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সব ধরণের সহযোগিতা প্রত্যাশা করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং বিভিন্ন বিষয়ে আশ্বাস দেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, সিনিয়র তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান তোতা, প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কালেরকন্ঠের ফখরে আলম, ইত্তেফাকের ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মানবকন্ঠের আমিনুর রহমান মামুন, বিটিভির বাসসের রিমন খান, প্রথম আলোর মনিরুল ইসলাম, প্রতিদিনের সংবাদের এইচ আর তুহিন, মানবজমিনের নুর ইসলাম যুগান্তরের ইন্দ্রজিৎ রায়, যায়যায়দিনের হাবিবুর রহমান মিলন ও সময়ের খবরের জাহিদ আহমেদ লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ