Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুণী অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চিকুনগুনিয়া রোগে ভুগছিলেন। এর পাশাপাশি তার লিভার ও কিডনিজনিত সমস্যা রয়েছে। হাসপাতালের অধ্যাপক এ কে এম আমিনুল হকের তত্ত¡াবধানে রয়েছেন তিনি। শিল্পী, পরিচালক, প্রযোজক সমিতিসহ নানা সমিতি থেকে ও রাতিনের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত নতুন প্রভাত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, লালু সর্দার, স্বার্থপর ইত্যাদি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক। এছাড়া টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় করেন। উল্লেখ্য, আবদুর রাতিন প্রখ্যাত অভিনেতা মরহুম আব্দুল মতিনের বড় পুত্র। তার ছোট ছেলে অঞ্জন রহমান সাংবাদিকতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ