Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোলকের নতুন চার গান নিয়ে চার অ্যালবামের নামকরণ

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ ক্লোজ-আপ তারকা কন্ঠশিল্পী নোলকের নতুন ছয়টি গান এবারের ঈদে বাজারে এসেছে। চারটি মিক্সড অ্যালবামে এই গানগুলো স্থান পেয়েছে। অ্যালবাম চারটি হচ্ছে ‘বাজি’, ‘দয়াল মাওলা’, ‘আরশী নগর’ ও ‘আমার পৃথিবী’। ‘বাজি’ অ্যালবামে বাজি শিরোনামের গানটিই গেয়েছেন নোলক। গানটি লিখেছেন এনায়েত বুলবুল এবং সুর করেছেন রাফাত।‘দয়াল মাওলা’ অ্যালবামে দয়াল মাওলা শিরোনামের গানটি লিখেছেন শহীদুজ্জামান এবং সুর করেছেন সালেহ মাহমুদ। অন্য দুটি মিক্সড অ্যালবাম ‘আরশী নগর’-এর দুটি গান হচ্ছে ‘আরশী নগর’ ও ‘দয়াল’ এবং ‘আমার পৃথিবী ’ অ্যালবামের গান দুটি হচ্ছে ‘আমার পৃথিবী’ ও ‘বাবুই পাখি’। এই দুটি অ্যালবামেরই নামকরণ করা হয়েছে নোলকেরই গান দিয়ে। ‘আরশী নগর’ অ্যালবামের গান দুটি লিখেছেন দেওয়ান হাবিব এবং সুর করেছেন জাহিদ বাবু। ‘আমার পৃথিবী’ অ্যালবামের গান লিখেছেন মাহমুদ এবং সুর করেছেন জাহিদ বাবু। নিজের নতুন ছয়টি গান নিয়ে নোলক বলেন,‘ প্রতিটি গানই যথেষ্ট দরদ দিয়ে আমি গেয়েছি। গানগুলোর কথায় এবং সুরে শ্রোতারা অন্যরকম ভালোলাগা খুঁজে পাবেন। এরইমধ্যে গানগুলোর জন্য বেশ সাড়াও পাচ্ছি আমি। আশাকরি গানগুলো আরো জনপ্রিয়তা পাবে।’ এবারের ঈদে শুধুমাত্র নোলক তার ভক্ত শ্রোতাদের জন্যই এই নতুন পাঁচটি গান উপহার দিয়েছেন। এদিকে অ্যালবামে টুকটাক গান গাইলেও অনেকদিন ধরে প্লে-ব্যাকে নেই নোলক। তবে তিনি জানান শিগগিরই নতুন বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করবেন। এদিকে আসছে ৬ জুলাই সাভারে, ৮ জুলাই ফেনীতে এবং ১২ জুলাই সিলেটে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন। মাঝে বেশকিছুদিন সঙ্গীত থেকে দূরে থাকলেও বর্তমানে নোলক সঙ্গীতে আবার নিজেকে ব্যস্ত করে তুলেছেন। এরইমধ্যে বেশ কয়েকটি চ্যানেলে লাইভ শোতেও অংশগ্রহণ করেছেন তিনি। নতুন চারটি অ্যলবাম সিডি চয়েজ, কলের গান এবং মাই সাউন্ডের ব্যানারে বাজারে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ