Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেরিফায়েড হলো সিএমভি’র ফেসবুক পেইজ

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ফেসবুকে ভেরিফায়েড হলো বাংলাদেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল পেইজ, যা বাংলাদেশের প্রথম এবং একমাত্র মিউজিক লেবেল হিসেবে এই কৃতিত্ব অর্জন করে। গত ৩ জুলাই প্রতিষ্ঠানটির ফেইজবুক পেজ ভেরিফায়েড হয়। ‘সিএমভি মিউজিক’ নামের এই ফেসবুক পেইজের ফলোয়ার এখন প্রায় তিন লাখ। দেশের একমাত্র মিউজিক লেবেল হিসেবে ‘সিএমভি মিউজিক’ নামের ফেসবুক পেইজটি ভেরিফায়েড হওয়া প্রসঙ্গে এর প্রধান এসকে সাহেদ আলী বলেন, ‘শুদ্ধ বাংলা গান, পরিশীলিত দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এবং শ্রোতা-দর্শক-মিডিয়ার অপরিসীম ভালোবাসার জোরেই আমরা এই কৃতিত্ব অর্জন করেছি। এটা অবশ্যই আনন্দের একটি বিষয়। শুদ্ধ সংগীতের পক্ষে আমাদের অগ্রযাত্রা আরও গতি পেলো এই ভেরিফায়েড পেইজটির মাধ্যমে। উল্লেখ্য, ঈদ উৎসবে সিএমভি’র ব্যানার থেকে প্রকাশ পায় ১৬টি তারকাবহুল অডিও গান, ৬টি ভিডিও এবং দুটি ওয়েব সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ