Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আশাশুনিতে চাঁদাবাজি মামলায় জামায়াত কর্মী গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ৬:০৯ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের নামে চাঁদাবাজিসহ একাধিক মামলার অন্যতম আসামী জামায়াত কর্মী সামছুর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বড়দল গ্রামের ঠাকুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামছুর গাজী বড়দল গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন বড়দল গ্রামের মোন্তাজ উদ্দীন গাজীর ছেলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজী বাদী হয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দালাল আইয়ুব আলী সরদার ও সামছুর গাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা পলাতক থাকার এক পর্যায়ে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের ঠাকুর বাড়ি এলাকা থেকে পুলিশ সামছুর গাজীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সামছুর গাজীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও নাশকতা, মারামারি, মানহানি ও প্রধান মন্ত্রীকে কটূক্তিসহ একাধিক মামলা রয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আখতারুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ