Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ৩:১৭ পিএম

ফরিদপুর শহরতলীর বাখুন্ডা এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (২৬) মারা যায়। এ ঘটনায় রফিকুলের দুই ভাগ্নে আবদুল্লাহ (২০) ও ফায়েজ (২৫) আহত হয়।

নিহতের বাড়ি নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ