Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১১:১১ এএম

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে ইউছুফ কাজী (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউছুফ ওই গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে।

এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- একই গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৯) এবং রুহুল আমিনের ছেলে মো. সোহেল (২০)। তাদের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে লালচাঁদপুর গ্রামের আশ্রয় কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর বসে ইউছুফ কাজীসহ বেশ কয়েকজন গল্প করছিলেন।
এ সময় লালচাঁদপুর গ্রামের বাশারের ছেলে রহমত উল্লাহ এসে ইউছুফ কাজীর বুকে ছুরিকাঘাত করে। ইউছুফকে রক্ষা করতে গেলে রহমত উল্লাহ আরো দুইজনকে ছুরিকাঘাত করে। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইউছুফ মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনার পর অভিযুক্ত রহমত উল্লাহ পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ