Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ৯:৪৫ এএম

তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। এতে দুই উপজেলার ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকার ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

একদিকে টানা ভারী বৃষ্টির কারণে বাঁকখালী নদীর দুই পাড় উপচে রামু ও কক্সবাজার সদরের নিম্নাঞ্চলগুলোতে বন্য সৃষ্টি হয়েছে। কক্সবাজার সদরের ঈদগাঁও, গোমাতলী, পোকখালী পিএমখালীসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে।

মাতামুহুরি নদীর পানি বিপদসীমা ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দুই উপজেলার হাজার হাজার পরিবার পানিতে ভাসছে। পাশাপাশি নদীর পানির গতিবেগ প্রবল হওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বেশির ভাগ বেড়িবাঁধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ