Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অভিযোগ সরকার নিন্ম আদালতকে নিয়ন্ত্রণ করছে

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিন্ম আদালতকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও বারের আওয়ামীপন্থি সদস্যরা এতে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সরকার এখনো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিন্ম আদালতকে নিয়ন্ত্রণ করছে। তাদের ইচ্ছা নিন্ম আদালতের মাধ্যমে বাস্তবায়ন করছে। আইনজীবী সমিতি অবিলম্বের বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশের দাবি জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিয়ে আনা ষোড়শ সংশোধনী চূড়ান্তভাবে সর্বোচ্চ আদালতে বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। এই রায়কে বিচার বিভাগের স্বাধীনতার রক্ষা কবচ উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করি এই রায়ের ফলে আমাদের বিচার বিভাগ তাদের বিচারিক কাজ স্বাধীনভাবে এবং ভয়ভীতির উর্ধ্বে থেকে পালন করতে সক্ষম হবে।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে সকল মহলের প্রতি আহŸানও জানান সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি সমর্থিত বারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। #####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ