Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে পিটিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদে তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্যক্তকারী। গতকাল মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশ উত্যক্তকারী মনিরুল ইসলামকে আটক করছে। মনিরুল একই গ্রামের মৃত এরফান আলীর ছেলে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শিবনারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইল ফোনে প্রায়ই উত্যক্ত করতো। দুুপুরে এ ঘটনায় তার স্বামী তরিকুল ইসলাম মনিরুলকে বলতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুল, তরিকুলের উপর চড়াও হয় এবং বাইল্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে মনিরুল গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ