বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪)-কে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ছোট কৈবর্তখালি ফকিরের হাট এলাকার স্কুল সংলগ্ন রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টা করে ঝালকাঠি ইসলামী ব্যাংক শাখার ক্যাশিয়ার ওই এলাকার রুহুল আমিনের ছেলে বখাটের মাদকসেবী ছেলে তুহিন হাওলাদার (২৫)।
গতকাল মঙ্গলবার ওই ছাত্রী ও তার মা স্কুলে এসে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। তবে এলাকার চিহ্নিত মাদকসেবী বখাটে তুহিনের বিরুদ্ধে ভয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিতে চাচ্ছেন না ওই ছাত্রীর পরিবার। এমন পরিস্থিতিতে ওই ছাত্রীর স্কুলে আসা-যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ছাত্রী ও তার মা অভিযোগে জানান, আবহাওয়া খারাপ থাকায় ২ জুলাই দুপুরে স্কুল ছুটি দিলে ওই ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ছোট কৈবর্তখালি ফকিরের হাট এলাকার প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তায় এলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১ সন্তানের জনক বখাটে তুহিন ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে তার ঘরে নেয়ার চেষ্টা করলে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এগিয়ে এলে তুহিন পালিয়ে যায়। ছাত্রীর মা অভিযোগ করেন, তুহিন মাদকাসক্ত ও বখাটে হিসেবে এলাকায় পরিচিত। এর আগেও এলাকায় এ রকম অগনিত ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে ভয়ে কেহ কোন ব্যবস্থা নেয়নি। এসব কারণে তিনিও পুলিশ প্রশানের কাছেও তারা অভিযোগ দিতে ভয় পাচ্ছেন।
তুহিনের বাবা ঝালকাঠি ইসলামী ব্যাংক শাখার ক্যাশিয়ার রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে জানান, মানসম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছুু লোক মিথ্যা বানোয়াট কথা বলছে, ছেলে হয়তো ওই ছাত্রী কোথায় যাচ্ছে তা জানতে চেয়েছিলো। ইউএনও আফরোজা বেগম পারুল জানান, তাৎক্ষনিক বিষয়টি জানালে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হতো, তবুও বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।