Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরের সাবেক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের সাবেক জেলা রেজিস্ট্রার হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের (জনসংযোগ) উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রার হাসিনা বেগমের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেয়ার পরও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। অথচ দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ১ লাখ ২০ হাজার ৫৮ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে, যা দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সূত্র জানা যায়, আসামি হাসিনা বেগমের বিরুদ্ধে চলতি বছরের ৬ ফেব্রæয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তবে নোটিশ জারি করা হলেও তিনি নির্ধারিত তারিখ ও সময়ে দুদকে বিস্তারিত সম্পদ বিবরণী দাখিল করেননি। এ ছাড়া দুদকের নিজস্ব অনুসন্ধানে ১৯৮৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত হাসিনা বেগমের আয়কর নথি ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে ১ কোটি ১ লাখ ২০ হাজার ৫৮ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে, যা দুদক আইনের ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। হাসিনা বেগম নিবন্ধন পরিদপ্তর, সিলেট বিভাগের পরিদর্শকের দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে অবসরে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ