Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত ২০ জুন অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির আমন্ত্রণে দলটির ৫৯তম ফেডারেল কনভেনশনে যোগ দিতে সিডনি যান বিএনপি মহাসচিব। এরপর তিনি ও তার স্ত্রী রাহাত আরা ক্যানবেরায় বড় মেয়ে মির্জা সামারুহর বাসায় যান। সেখানেই তারা ঈদ উদযাপন করেন। সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কনভেনশনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়া ছাড়াও বিএনপি মহাসচিব ‘এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন(ইপিডিইউ)’ এর সম্মেলনে অংশ নেন এবং সেখানে বক্তব্য রাখেন। এছাড়া মির্জা ফখরুল প্রধানমন্ত্রী লিবারেল পার্টির প্রধান ম্যালকম টার্নবুল ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ