Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুধন চন্দ্র দাস সোনালী ব্যাংকের নতুন জিএম

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সুধন চন্দ্র দাস সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার্স অফিস কুমিল্লায় যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি শিল্প ভবন কর্পোরেট শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিন্সিপাল অফিস এবং রিজিওনাল অফিস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সুধন চন্দ্র দাস ডিএআইবিবি সম্পন্ন করেন। তিনি শিল্পঋণ, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, সাধারণ ব্যাংকিং বিষয়ে দেশে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।
পোশাক খাতের উন্নয়নে তুরস্কে শিক্ষার্থী পাঠাচ্ছে সরকার
অর্থনৈতিক রিপোর্টার : দেশীয় পোশাক খাতের উন্নয়নে টেক্সটাইল বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা তুরস্কে পিএইচডি প্রোগামে স্কলারশিপ পাবে। তাদের এ সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধি দলের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, তুরস্ক প্রতি বছর বাংলাদেশের সাত শিক্ষার্থীকে টেক্সটাইল শিক্ষায় পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দেবে। এর অংশ হিসেবে চলতি বছর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যাবেন।
বাংলাদেশ ও তুরস্কের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই চুক্তি নবদিগন্তের সূচনা করবে বলে মনে করেন তুরস্কের কাউন্সিল অব হাইয়ার এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর ইয়েকতা সারাচ।
প্রসঙ্গত, টেক্সটাইল খাতে তুরস্ক শীর্ষ অবস্থানে রয়েছে। পাশাপাশি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তাই এ চুক্তির ফলে দেশীয় পোশাক খাতের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেন ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান। তার আশা, এর মাধ্যমে তুরস্কের কাছ থেকে টেক্সটাইল শিক্ষায় আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে। দেশের উচ্চশিক্ষার বিস্তার, উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করেছেন ইউজিসি চেয়ারম্যান। অনুষ্ঠানে আরও ছিলেন তুরস্কের কাউন্সিল অব হাইয়ার এডুকেশনের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বর প্রফেসর ড. রাহ্মি এ্যার, ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. হাসান মান্ডাল, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মাসুদ আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ