Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনা প্রেসক্লাবে কলমাকান্দা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা দায়ের ও পুলিশি হয়রানির প্রতিবাদে

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি নেতার চেম্বার ভাংচুর ও উল্টো ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলমাকান্দা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শাসকদলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে সেলিম খান নামে এক ছাত্রলীগ নেতা মারাত্মক আহত হন। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার দলীয় এমপি ছবি বিশ্বাসের ভাই যুবলীগ নেতা পলাশ বিশ্বাসের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কলমাকান্দা বাজারে রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র জঙ্গী মিছিল বের করে মধ্য বাজারে উপজেলা বিএনপির অফিস ও পূর্ব বাজারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম কেরনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলা কারীরা ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষিত সমস্ত আসবাবপত্র, ব্যবসায়িক কাগজপত্র ও একটি মোটর সাইকেল (হিরো হোন্ডা ঢাকা মেট্রো-৪৫-৯০৭১) আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাদের সশস্ত্র তান্ডবে বাজারের আশপাশের ঘুমন্ত মানুষের মনে চরম আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ভাংচুর করেই ক্ষান্ত হয়নি। পরদিন তারা উল্টো উপজেলা ছাত্রদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আইনল, ইসতিয়াক হাসান সৌরভসহ ছাত্রদল, যুবদলের ১১ নেতাকর্মীদের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে কলমাকান্দা উপজেলা যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ওমর ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম এ মতিন, উপজেলা যুবদলের সভাপতি সাগর আহমেদ নাজিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, কৈলাটী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল ভূঁইয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, কামরুল হক, সারোয়ার আলম এলিন, সিদ্দিকুর রহমান ও শামীম শাহজাহান ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ