বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও পরিদর্শক ড. মুহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী গতকাল (মঙ্গলবার) আনোয়ারা উপজেলার বারখাইন জামেয়া জমহুরিয়া সিনিয়র মাদ্রাসা পরিদর্শন করেছেন। এ মাদরাসাকে ফাজিল পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাস্টার মুহাম্মদ এয়াকুব আলীর সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মুহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। বক্তব্য রাখেন সোবাহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাসসির মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিন, ব্যাংকার আবদুল আজিম, শিক্ষানুরাগী আবু জাফর, মাওলানা ফজলুল করিম, আজিজুল হক মেম্বার, লিয়াকত আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. আহসান উল্লাহ বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের ফসল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যা ইসলামি শিক্ষা বিস্তারের রেনেসাঁ গতিশীল করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।