Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর গেন্ডারিয়া মুন্সীবাড়ির ঢালে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শ্যামপুর থানার এসআই আরশেদ আলী জানান, মৃত যুবক কানে ইয়ার ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন তার কাছাকাছি চলে আসলে আশপাশের লোকজন তাকে ডাকতে থাকে। কিন্তু কোনো কথাই সে শুনতে পায়নি। ততক্ষণে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এবং তার এক হাত দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। তার পরনে চেক গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ