Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ও বাংলাদেশী উগ্র হিন্দুদের উসকানি বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে -জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর

নিপীড়িত মুসলমানের পাশে দাঁড়াতে হবে

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভারতের বিভিন্ন রাজ্যে গো-রক্ষার নামে উগ্র হিন্দুদের দ্বারা মুসলমানদের নিহত ও নির্যাতিত হওয়া এবং ভারতীয় চলচ্চিত্রে ‘আল­াহ মেহেরবান’ নামক সিনেমায় হযরত আয়েশা সিদ্দীকাহ রাযিয়াল­াহু আন্হার চরিত্র হনন করা সবই হচ্ছে চরম সা¤প্রদায়িক উস্কানি। ভারত ও বাংলাদেশীয় নাস্তিক্যবাদীদের দ্বারা ক্রমাগত প্রভাবিত হচ্ছে বাংলাদেশের উগ্র হিন্দু সংগঠনগুলো। যৌথভাবে তারা একের পর এক সা¤প্রদায়িক উস্কানি দিয়েই যাচ্ছে। আর এসব উস্কানি নীরবে হজম করছে তথাকথিত রাজনীতিকেরা। অবিলম্বে সরকারকে ভারত ও বাংলাদেশীয় উগ্র হিন্দুদের উস্কানি ও আস্ফলন বন্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিপীড়িত মুসলমানের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তা পশুকেও হার মানায়। এসব নির্যাতন দেখে বিবেকবান কোন মানুষ ও মুসলমান নিশ্চুপ থাকতে পারে না।
মাওলানা আফেন্দী বলেন, মানবাধিকার রক্ষায় যারা সচারাচর মুখরোচক বুলি আওড়ায় তাদেরকে কখনোই কোন মুসলমানের মানবাধিকার লংঘতি হলে প্রতিবাদ করতে দেখা যায় না। তার মানে হচ্ছে মুসলমানদের অধিকার খর্ব করার ক্ষেত্রে উগ্র হিন্দুদেরকে উৎসাহিত করা। তিনি বলেন, যে সব ছায়াছবিতে সা¤প্রদায়িক উস্কানি রয়েছে এবং ইসলামী মূল্যবোধের উপর আঘাত করা হয়েছে সেগুলোর প্রদর্শন বন্ধে এবং এসব অপকর্মে যারা ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে নিতে হবে অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ।
তিনি বলেন, গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে মুসলিম নিধনের যে পরিকল্পনা ভরতে দৃশ্যমান তার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্ব, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ