Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে কখনও স্টার মনে হয়নি -শ্রীদেবী

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

প্রথম নারী সুপারস্টার হিসেবে ৮০ ও ৯০ দশক বলিউডে রাজত্ব করেছেন অভিনেত্রী শ্রীদেবী (৫৩), কিন্তু তিনি বলেছেন তার এই সাফল্যকে তিনি কখনও অনুভব করেননি।
মাত্র ৪ বছর বয়সে তিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্রে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। ১৯৭৬ সালে তামিল ফিল্ম ‘মুন্ড্রু মুড়িচু’ ফিল্মে তিনি দর্শকদের নজরে আসেন।
এরপর তিনি দক্ষিণ ভারতে কমল হাসান আর রজনীকান্ত’র সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সেই সাফল্যের ধারায় তিনি ৮০’র দশকে বলিউডের ‘চালবাজ’, ‘সাদমা’, ‘লামহে’, ‘নাগিনা’, ‘মিস্টার ইন্ডিয়া’ এবং ‘খুদা গাওয়া’র মত ব্যবসাসফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
“আমি তারকা এমন কখনও অনুভব করিনি। এমন ভাবনা কখনও আমার মনে আসেনি। এমন অনুভব করার অর্থ হল ক্যারিয়ারে পেছনের দিকে যাওয়া। আমার জন্য তারকা খ্যাতি ছিল সুখ আর সবকিছুই স্বাভাবিকভাবে নেয়া,” শ্রীদেবী বলেন। তারকা অবস্থান মানে এমন অনুভব করা নয় যে আমি একজন বড় তারকা আর ভাবা আমি এটা করেছি আর সেটা করেছি। যেদিন এমন কেও অনুভব করে সেদিনও তার ধ্বংস হয়,” তিনি আরও বলেন।
১৫ বছর পর তিনি ২০১৩তে ‘ইংলিশ ভিংলিশ’ দিয়ে পর্দায় ফেরেন। রবি উপাধ্যায় পরিচালিত তার অভিনয়ে ‘মম্’ ৭ জুলাই মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ