প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: লোক নাট্যদলের তিন যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী উৎসব। উৎসবে প্রদর্শিত হবে লিয়াকত আলী লাকী নির্দেশিত লোক নাট্যদলের ৮টি নাটক। এছাড়াও থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা এবং সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্য গবেষক আশীষ গোস্মামী। উৎসবের বিভিন্ন বিষয় গণমাধ্যমের মাধ্যমে সকলকে অবহিত করার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন কৃষ্টি হেফাজ, ইয়াসমিন আলী, স্বদেশ দাসগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, ড. মাহফুজা হিলালী, মাসউদ সুমন, আজিজুর রহমান সুজনসহ লোক নাট্যদলের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। ৪ দিনব্যাপী উৎসবের উদ্বোধন হবে ৫ জুলাই বিকাল ৬.৩০টায় জাতীয় নাট্যশালার লবিতে। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন মোঃ ইব্রাহীম হোসেন খান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় প্রদশির্ত হবে দুটি নাটক। সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’। ৬ জুলাই জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬.৩০টায় রয়েছে আলোচনা অনুষ্ঠান এবং ড. আব্দুস সেলিম অনুদিত গাও সিং জিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’ নাটকের প্রদর্শনী। ৭ জুলাই জাতীয় নাট্যশালায় বিকাল ৪টা থেকে পরপর তিনটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটক তিনটি হলো লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনালেখ্য ‘মুজিব মানে মুক্তি’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর ও রথযাত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। ৮ জুলাই উৎসবের সমাপনী দিনে সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিনযুগ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাসরীন মুস্তাফা রচিত নাটক ‘লীলাবতী আখ্যান’। উল্লেখ্য, ১৯৮১ সালের ৬ জুলাই লিয়াকত আলী লাকী’র নেতৃত্বে নাট্যপ্রেমী কিছু তরুণদের নিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে যাত্রা শুরু করে লোক নাট্যদল। নিরলস স্পৃহা নিয়ে সৃষ্টির অদম্য আকাংখায় প্রতিষ্ঠিত লোক নাট্যদলের মূল লক্ষ্য আধুনিক নাট্যমনষ্ক দর্শকদের উপযোগী করে বাংলার ঐতিহ্যবাহী নাট্যকর্মের শিল্পিত উপস্থাপনসহ বিশ^নাট্যের বিভিন্ন ধারার নাটক প্রযোজনা এবং বাংলা নাটককে সমৃদ্ধ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।