Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় মাসেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়ন হয়নি

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : দেড় মাসেও সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
জানা গেছে, ওই বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম হলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ইসমাইল হোসেন সরকার বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসকের দপ্তর থেকে তদন্ত করা হয়। তদন্তে সহকারি প্রধান শিক্ষক পদে মোঃ আজগার আলীর নিয়োগে অনিয়ম প্রমাণিত হওয়ায় ওই নিয়োগ বাতিল পূর্বক পুণরায় সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। গত ২১ মে এই আদেশ জারি করা হলেও দেড় মাসেও তা বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এবিষয়ে প্রধান শিক্ষক আব্দুস ছালাম জানান, মন্ত্রণালয়ের আদেশ এখনও বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও জানান, এব্যাপারে কমিটি পদক্ষেপ গ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ