রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা ; ছাতকে ৬ দিনের ব্যবধানে নদীতে ভাসমান অজ্ঞাতনামা দু’যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৭ জুন উত্তর খুরমা ইউপির কাকুরা খালে ও ৩ জুলাই রাতে সিংচাপইড় ইউপির বটেরখাল থেকে পুলিশ এগুলো উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন রাতে কাকুরা খালের রুক্কা এলাকায় অজ্ঞাতনামা একযুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। একইভাবে ৩ জুলাই বিকেলে বটেরখালের সিরাজগঞ্জ বাজার এলাকায় অজ্ঞাতনামা অপর এক যুবকের লাশ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ পৃথকভাবে এগুলো উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশ দাফন করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।