Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের কাহারোলে নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত আহত ৫

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১১:১২ এএম | আপডেট : ১১:১৩ এএম, ৪ জুলাই, ২০১৭

দিনাজপুর-পঞ্চগড় সড়কের রামপুর এলাকায় নৈশ কোচের ধাক্কায় ইজি বাইকের তিন আরোহী নিহত ও ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত দেড়টার দিকে।

পুলিশ জানায়, ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের নৈশ কোচটি ঠাকুরগাঁও যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল ইজি বাইকটি। এসময় পিছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে নৈশ কোচটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নৈশ কোচের দুই যাত্রী নিহত হয়। আহত মোট ৬ জনকে এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১জন মৃত্যুবরণ করে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর পরই রাস্তার পার্শ্বে নৈশ কোচটি আটকে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকালে পুলিশ নৈশ কোচটি আটক করে দশমাইল হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ