Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে বাল্য বিয়ে বন্ধ করে ছাত্রীকে স্কুলে পাঠালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ : বিয়ে বাড়িতে সাজ সাজ রব। অতিথিদের পোলাও-মুরগীতে আপ্যায়ন করা হচ্ছে। বধু সেজে বিয়ের পিঁড়িতে বসে আছে নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তার লাকী (১৪)। পাশ্ববর্তী উখিয়া উপজেলা থেকে কিছুক্ষণ পরেই আসবে বর। ঠিক ওই সময়ে বিয়ে বাড়িতে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান। বিয়ের আসর থেকে নাজমা আক্তার প্রকাশ লাকীকে উঠিয়ে স্কুল ড্রেস পড়িয়ে স্কুলে পাঠালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তার লাকী (১৪)। তবে অনুষ্ঠানে বর উপস্থিত ছিলেন না।
জানা যায়, বাল্যবিয়ের বিষয়ে এলাকার লোকজন স্থানীয় সাংবাদকর্মীদের অবহিত করলে বাল্য বিবাহের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ এর নজরে আসলে বিয়ের দিন সোমবার দুপুরে তাদের নিজ বাড়িতে বিয়ে চলাকালে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বই নিয়ে ছাত্রীকে স্কুল পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার বাসিন্দা প্রবাসি হাজী মনছুর আলমের মেয়ের সাথে নবম শ্রেণীর স্কুল ছাত্রী নাজমা আক্তার লাকী উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের হাজী নুরুল বশরের ছেলে নুরুল আমিনের সাথে অতি ধুমধামের মধ্য দিয়ে অনাকাঙ্খিত বাল্য বিয়ে হচ্ছিল।
এ ঘটনায় বাল্য বিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর মা হাসিনা আক্তার মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না বলে ভ্রাম্যমান আদালতের নিকট মুচলেকা প্রদান করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ জানান, বিয়ের বাড়িতে গিয়ে কাগজপত্র দেখে মেয়ের নির্ধারিত বয়স না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।



 

Show all comments
  • তানিয়া ৪ জুলাই, ২০১৭, ১১:৫৭ এএম says : 0
    টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ