Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবি

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ প্রদানের দাবিতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন। এসময় তারা সারা দেশের ৩২৭টি পৌরসভায় একযুগে অবস্থান কর্মবিরতি পালন করেছে।
গতকাল সোমবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল আলিম মোল্যা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের দাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল পৌরসভায় একযুগে সপ্তাহের প্রতি সোমবার অবস্থান কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ৬টি সমাবেশ শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে।
অবস্থান কর্মবিরতিতে বক্তারা বলেন, দেশের প্রচলিত আইনে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকারী কর্মচারী মর্যাদা প্রদান করেছে। যা স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৫ ধারায় স্বীকৃত। বঙ্গবন্ধু দেশ গড়ার প্রারম্ভে পৌরসভা কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা জাতীয় বেতন স্কেলের অর্ন্তভূক্তির নির্দেশ প্রদান করেন। ১৯৯৬ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও পরবর্তী প্রেসিডেন্ট জিল্লুর রহমান এক সমাবেশে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সে লক্ষ্যে তিতি কাজও করেছিলেন। কিন্ত তা আজও বাস্তাবায়িত হয়নি। বর্তমানে চরম আর্থিক দৈন্যতায় থাকা দেশের ৩২৭টি পৌরসভাকে আরো গতিশীল ও উন্নয়নশীল করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহŸান জানান, পৌরসভার কর্মকর্তা কর্মচারিদেরকে সরকারের রাজস্ব কোষাগার থেকে বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়ে আরো একবার প্রমাণ করবেন আপনি গরিবের বন্ধু।
বেনাপোল অফিস জানায়, বেতন ভাতা না পেয়ে বেনাপোল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মানবতার জীবন যাপন করছে। সরকারের কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে তারা একদেশে দুই নীতি মানি না, মানব না শ্লোগান দিয়ে সারাদেশের ন্যায় বেনাপোল পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কোষাগার থেকে বেতনÑভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার জন্য পৌরসভার সামানে অবস্থান নিয়ে কর্মবিরতী পালন করে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট পালিত হয়।
বেনাপোল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভা ও যশোর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আলÑমাসুম রনি, স্যানেটারী ইন্সপেক্টর রাসিদা খাতুন, একাউন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন, মফিজুর রহমান ও রিওন কবির প্রমুখ।
দেশের ৩২৭ টি পৌরসভার প্রায় নিয়মিত ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী যাদের অধিকাংশ ২ থেকে ১৮ মাস পর্যান্ত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকার যদি তাদের দাবি দাওয়া না মেনে নেয় তাহলে সারাদেশের ন্যায় বেনাপোল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে বলে জানান তারা। এসময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ