Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে টেলিফোন এক্সেঞ্জ বিকল কয়েক হাজার গ্রাহক দুর্ভোগে

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল মহানগরীতে প্রায় ৭হাজার বিতরন ক্ষমতার দুুটি ডিজিটাল টেলিফোন এক্সেঞ্জ গতকাল সকাল থেকে বিকল হয়ে গেছে। ফলে ২১ এবং ৭১ ও ৭২নম্বর দিয়ে শুরু নগরীর সরকারীÑবেসরকারী কয়েক হাজার টেলিফোন গ্রাহকের বিড়ম্বনার কোন শেষ নেই। বিটিসিএল-এর বরিশাল বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ঘটনার সত্যতা স্বীকর করে এক্সেঞ্জ দুটি মেরামতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেও তা সচল করার কোন সময়সীমা বলতে পারেন নি। এক্সেঞ্জ দুটির সার্ভারে ত্রæটির কারণেই এগোলযোগ বলে প্রাথমিকভাবে ধারনা করা হলেও গতকাল সন্ধা পর্যন্ত তা সচল হয়নি। বর্তমানে ৬দিয়ে শুরু প্রায় সাড়ে ৫হাজার লাইনের অপর একটি ডিজিটাল টেলিফোন এক্সেঞ্জ সচল থাকলেও অপর দুটি এক্সেঞ্জের আওতায় নগরীর বহত্বর সংখ্যক গ্রাহকগন টেলিফোন সংযোগের বাইরে রয়েছেন। এক্সেঞ্জ দুটি বন্ধের ফলে বিটিসিএল বড় ধরনের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ