বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মশক নিধনে জনবল বাড়ানোর আহবান স্বাস্থ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার : মশক নিধনে সিটি কর্পোরেশনে জনবল বাড়ানোর আহবান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মন্ত্রনালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে তিনি এ আহবান জানান। মন্ত্রী বলেন, যে দেশ জঙ্গি দমন করতে পারে, সে দেশ মশা নিধন করতে পারবে না, তা হতে পারে না। চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনে গৃহীত পদক্ষেপ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপণ করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সিডিসি) প্রফেসর ডা. সানিয়া তাহমিনা। তিনি জানান, সারাদেশে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য জন্য পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার (চিকুনগুনিয়া নিয়ন্ত্রনকক্ষ) প্রতিষ্ঠা করা হয়েছে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা কাজ করার জন্য একটি ওয়ার্কিং গ্রæপ গঠন করা হয়েছে এবং জনসাধারনের যেকোন প্রশ্নের উত্তর দিতে সার্বক্ষনিক হটলাইন চালু করা হয়েছে। এ সম্পর্কিত তথ্য জানতে ও জানাতে ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্য চিকুনগুনিয়া রোগ নিয়োন্ত্রনে আসবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম চলছে। জনসচেতনতাই পারে এই রোগ প্রতিরোধে। ইতোমধ্যে এ রোগ আক্রান্তের সংখ্যা কমে এসেছে। চিকুনগুনিয়া রোগ নিয়ে হতাশা বা আতঙ্কিত হবার কিছুই নেই। তিনি সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা শিকার করে লোক বল নিয়োগের বিষয়টি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে একাধিক সচেতসতামূলক কার্যক্রম গ্রহন করা হবে। পাশাপাশি তিনি নগরীর সবাইকে নিজ নিজ জায়গা থেকে চারপাশ পরিস্কার রাখতে অনুরোধ জানান। তিনি বলেন, লেকের পানিতে বড় জলাশয়ের পানি এডিস মশা জন্মায় না। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র বিনষ্ট করতে হবে।
এ সময় জানানো হয়, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের পাচঁ শতাধিক ডাক্তার, নার্স, সেকমোদের চিকুনগুনিয়া গাইড লাইনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ডিভিশন, জেলা ও উপজেলা পর্যায়ে ডিভিশনাল ডাইরেক্টর, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫ টি ওয়ার্ডে ডাক্তার, নার্স ওয়ার্ড কাউন্সিলর, ইমাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গকে নিয়ে অবহিত করণ ও সচেতনতামূলক সভা পরিচালনা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।