বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কাটগড় এলাকায় দ্রæতগামী বাস চাপায় বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। গতকাল (সোমবার) দুপুর সোয়া ১টায় কাটগড় মোড়ের অদূরে জি ই এম প্ল্যান্টের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ল্যান্স কর্পোরেল তাজুল ইসলামের বাড়ি মৌলভীবাজার জেলায়। পতেঙ্গা থানার এসআই শিবু সরকার জানান, তিনি স্টিল মিল বাজার থেকে সাইকেল চালিয়ে কাটগড়ের বাসায় ফিরছিলেন। ৬ নম্বর রুটের একটি বেপরোয়া বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নেভী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাসটি (চট্টমেট্রো-জ-১১-১৯৪১) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর নিহত বিমানবাহিনীর কর্মকর্তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।