Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে ধানবীজ জব্দ করে খোলা বাজারে বিক্রি

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডিলারের কাছে মজুদকৃত ধানের বীজ
জব্দ করে সরকারি মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
নান্দাইল উপজেলায় সরকার কর্তৃক চাহিদা অনুযায়ী আমন বীজ বি-৪৯ না পাওয়ায় এবার বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। নান্দাইল কৃষি অফিস সূত্র জানায়, এবার বিএডিসি‘র বরাদ্দকৃত ১০৩ মেঃটন বীজের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত মাত্র ৫৬.৮৫ মেঃটন বীজ অনুমোদিত ডিলার ও সেল্স সেন্টারের মাধ্যমে বরাদ্দ পাওয়া গেছে। বীজ সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কালোবাজারে চড়া মূল্যে বিক্রী করে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে টনকনড়ে প্রশাসনের। গত ২ ও ৩ জুলাই নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীজ বিক্রীর দোকানে অভিযান চালিয়ে জব্দকৃত বীজ উপস্থিত কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিতরন করেন। ০২ জুলাই খারুয়া ইউপির দেওয়ানগঞ্জ বাজার থেকে জসিম উদ্দিন ও বাহার উদ্দিনে দোকান থেকে ২০ বস্তা এবং শেরপুর ইউপির পাচরুখী বাজারে এবাদ, রুকন ও ফজলুল হকের দোকান থেকে ২৬০ বস্তা জব্দ করে। ৩ জুলাই গাংগাইল ইউপির নান্দাইল রোড বাজার থেকে মোস্তফা ও ফেরদৌসের দোকান থেকে ২৯৯ বস্তা বিএডিসি’র বীজ জব্দ করে তা সরকারি মূল্যে বিতরন করে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পুরো মৌসুম জুড়েই কালো বাজারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ