Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেল বি’র ব্যাংকে মাত্র ৯৬১ পাউন্ড

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিলাসী জীবন যাপন করতে গিয়ে প্রাক্তন স্পাইস গার্ল মেল বি ৩৮ মিলিয়ন পাউন্ড খুইয়েছেন। এখন তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৯৬১ পাউন্ড অবশিষ্ট আছে।
স্টিফেন বেলাফন্টে’র সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে বিবাহবিচ্ছেদ মামলায় হাজিরা দিতে এলে আইনজীবী এই তথ্য জানায়।
বেলাফন্টের কৌঁসুলি বলেন : “তাদের জীবনযাত্রা ছিল অসংযত এবং বাড়াবাড়ি খরুচে। স্পাইস গার্লস থেকে আয় করা আয়ের সবটাই তিনি (মেল বি) খরচ করে ফেলেছেন, এর পরিমাণ ৫০ মিলিয়ন ডলারের বেশি।”
একটি সংবাদপত্র জানিয়েছে ১৯৯৭ সালে খোলা তার ব্যাংক অ্যাকাউন্টে এখন মাত্র ৯৬১ পাউন্ড অবশিষ্ট আছে।
মেল বি ওরফে মেলানি ব্রাউন (৪২) মানসিক ও শারীরিক নির্যাতন এবং অমীমাংসাযোগ্য মতপার্থক্যের কারণে বেলাফন্টে’র (৪২) বিরুদ্ধে গত ২০ মার্চ বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
আদালত সূত্রে জানা যায় অর্থাভাবে উল্লিখিত দম্পতি কর দিতেই ব্যর্থ হয়। ২০০৭ সালে মেল বি’র সঙ্গে বেলাফন্টে’র বিয়ে হ।
মেল বর্তমানে ‘অ্যামেরিকা’স গট ট্যালেন্ট’ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ