বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামারা জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ভেড়ামারা থানায় এ মামলা দায়ের করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, রোববার রাতে আটককৃত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সেই সাথে অজ্ঞাত আরো কয়েকজনের নাম আছে। তদন্তের সার্থের এখন কিছু বলা যাচ্ছে না। জঙ্গিদের সঙ্গে বাড়ির মালিকের যোগাযোগ থাকতে পারে, এ জন্য তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাকে পরে নারী জঙ্গিদের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানায় ওসি।
উল্লেখ্য: গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় একটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামের অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ২২ ঘণ্টার এই যৌথ অভিযান দিবাগত রাত সাড়ে নয়টায় সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে ওই বাড়ি থেকে তিন নারী জঙ্গিসহ দুই শিশুকে থানায় নেওয়া হয়। পরে বাড়ির মালিক নাসিমাকে থানায় নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।