Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফেনীতে একরাম হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১১:৪৯ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি সোহেল ওরফে রুটি সোহেল কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার রাত ৩ টায় শহরের বিরিঞ্চি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সোহেল একরাম হত্যা মামলার ২৬ নম্বর আসামি ছিলেন। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। তিনি এলাকায় আওয়ামী লীগের ক্যাডার হিসেবেও পরিচিত ছিলেন।
আজ সকালে র‌্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের টহল দল সেখানে পৌঁছায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সোহেল নিহত হয়।

র‌্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ