Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিরামপুরে ব্যবসায়ীকে খুন করে ব্যাগভর্তি টাকা লুট

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরে বোমা ফাটিয়ে ব্যবসায়ীর ব্যাগভর্তি টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিমল পাল (৪৫)। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর বাজারের দোলখোলা মোড়ে নিহত ব্যবসায়ীর বাড়ির সামনে এঘটনা ঘটে। ব্যাগে কত টাকা ছিল তা জানা যায়নি। পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে কুলটিয়া মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজেদের মাইক্রোবাসে চড়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফেরেন মেসার্স পাল ব্রাদার্সের সত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল। মাইক্রোবাসটি দোলখোলা মোড়ে বাসার সামনে পৌঁছুলে গাড়ি থেকে নামেন তিন ভাই। এসময় বিপরীত দিক থেকে দুই যুবক দৌড়ে এসে পরিমলের হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। যাওয়ার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে সঙ্গে থাকা দুই ভাই পরিমলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে মারা যান পরিমল পাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ