Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পাচারের সময় বেনাপোলে মাদরাসার ছাত্র উদ্ধার

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতে পাচারের সময় গত শনিবার রাতে বেনাপোলে আরাফাত হোসেন (১২) নামে এক মাদরাসার ছাত্রকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আরাফাত ফরিদপুর জেলার শালতা উপজেলার ফুকরা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং শ্রীপুর আনসার উল্লাহ হাফিজিয়া মাদরাসার ছাত্র। পাচারের সময় বেনাপোল চেকপোস্টের রেললাইনের উপর থেকে তাকে উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল চেকপোস্টের রেললাইন এলাকা দিয়ে একটি শিশুকে ভারতে পাচার করা হচ্ছে এমন ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধার করা ছাত্রের মা-বাবাকে খবর দিয়ে আনা হয়েছে। শিশুটিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করার কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ