Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে জলাবাড়ী ইউপির সদস্য মো. নকিতুল্লার বিরুদ্ধে মারিয়া (১৩) নামের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে এনে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সদস্যের পালিত ক্যাডার মোঃ হাফিজুর রহমানের (২২) সাথে বিয়ে দিতে গত শনিবার রাতে আরামকাঠি গ্রামের সাইফুল ইসলামে বাড়ী থেকে ছাত্রীকে তুলে নকিতুল্লার বাড়িতে নিয়ে আসেন। পরে মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ঘটনাটি পুলিশকে জানালে রোববার সকালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ইসলাম জানান তার বোন ও ভগ্নিপতির বিচ্ছেদের কারণে ভাগ্নি মারিয়াকে নিজের কাছে রেখে পড়ালেখা করান। তিনি অভিযোগ করেন মেয়েটির বিদ্যালয় যাওয়ার পথে একই গ্রামের মো. আবু মিয়ার ছেলে মোঃ হাফিজুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করত। কিন্তু হাফিজুর মেম্বরের সহযোগী বিধায় আমরা তাকে কিছু বলার সাহস পেতাম না। রোববার সকালে সাইফুল বিষয়টি পুলিশকে জানানোর পরে দুপুরে পুলিশ মারিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জোড় করে মারিয়াকে তুলে আনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন ইউপি সদস্য নকিতুল্লাহ। তিনি বলেন, হাফিজুর ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাই বিষয়টি নিজ বাড়িতে বসে সমাধানের চেষ্টা করেছেন। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, মেম্বরসহ উভয়পক্ষে থানায় ডাকা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষ থেকে একটা সমাধানের চেষ্টা চলছে। অন্যাথায় মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ