বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজে ও তার পরিবার সম্পৃক্ত রয়েছেন। ফলে তানোর উপজেলার সাধারণ মানুষের মধ্যে তার একটা নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে আগামী উপজেলা নির্বাচনে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে তিনি মনে করেন। জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে তিনি বলেন, বিজয়ী হলে তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে তানোর উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই সমাজে প্রতিষ্ঠিত। ফলে তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, মূত্যুর আগে তিনি তানোরবাসীর জন্য একটা কিছু করে যেতে চান।
জানা গেছে, শরিফুল ইসলামের জন্ম বরেন্দ্র অঞ্চলের একটি অন্যতম রাজনৈতিক সচেতন ও সমভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাহাম ছিলেন দু’বার পাচন্দর ইউপির চেয়ারম্যান এবং এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ব্যক্তি, তার বড় ভাই গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দু’বারের পাচন্দর ইউপি চেয়ারম্যান ও মুন্ডুমালা পৌরসভার দু’বারের মেয়র নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্বপালন করে চলেছেন তিনিও অন্যতম জনপ্রিয় ব্যক্তি। আগামী নির্বাচনে উপজেলার মধ্যঅঞ্চল থেকে তিনিই একমাত্র প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি আগামী উপজেলা নির্বাচনে সকলের দোয়া চান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।