Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জেলার তাড়াশে মোছা. খুশি পারভিন (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গতকাল রোববার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নওগাঁ ইউনিয়নের আলোক দিয়ার গ্রামে। খুশির ছোট ভাই রাব্বি (১১) জানায়, শনিবার খুশি ও রাব্বিকে বাড়িতে রেখে তাদের বাবা শাহাদত হোসেন এবং মা আঞ্জুয়ারা বেগম পার্শ¦বর্তী কালিদাশনিলি গ্রামে নানার বাড়িতে যায়। আলোক দিয়ার গ্রামেই পাশাপাশি শশুর বাড়ি হওয়ায় খুশির স্বামী রাজিব হোসেন (২৬) ওই দিন সন্ধায় খুশিকে বাড়ি নিয়ে যেতে চায়। তবে ছোট ভাই একলা বাড়িতে রাতে ভয় করবে ভেবে খুশি তাকে রেখে স্বামীর বাড়ি যাওয়াতে অমত করে। তখন দুইজনের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হয়। ঝগড়া শেষে একই ঘরে রাব্বিকে এক চৌকিতে রেখে আরেক চৌকিতে তারা শুয়ে পড়ে। এরপর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজিব ঘুম ভেঙ্গে গেলে চৌকির ওপর তার বোন খুশির ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় সে চিৎকার শুরু করলে তার সামনেই খুশির স্বামী রাজিব হোসেন, শশুর ছোরমান আলী এবং শাশুড়ি কুলছুম বেগম দৌঁড়ে পালিয়ে যায়। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ