Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ সরকারের লুটপাট করের বোঝায় জনজীবন দুর্বিষহ

মক্কা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ সরকারের লুটপাট ও করের বোঝায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গত শুক্রবার পবিত্র মক্কা নগরীর একটি ক্লাবে মক্কা প্রাদেশিক বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, ১৬ কোটি মানুষের মাথাপিছু ৪৬ হাজার টাকা ঋণের বোঝা অন্যদিকে সুইস ব্যাংকে টাকা জমানোর হিড়িক পড়েছে। বড় বড় পাচারকারী কিংবা ব্যাংক লুটেরাদের নিয়ে সরকারের মাথাব্যথা নেই অথচ মাথাব্যথা হচ্ছে ছোটোখাটো খেটে খাওয়া মানুষদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়ে কিভাবে তাদের লুটের টাকা সমন্বয় করবে। বর্তমান চড়া বাজারে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। দুর্নীতি আর টাকা পাচার না থামিয়ে সরকার তাদের সীমাহীন লুটপাটের সব চাপ ও করের বোঝা সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে।
আবু সুফিয়ান বলেন, বহিঃবিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপনে ব্যর্থ হওয়ায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে বৈরি সম্পর্ক তৈরি হওয়ায় তারা বাংলাদেশ থেকে জনবল নেয়া বন্ধ করে দিয়েছে যার সুযোগ ভারত পাকিস্তানসহ অন্যান্য দেশ কাজে লাগাচ্ছে। ফলে প্রচুর রেমিটেন্স হারানোর পাশাপাশি দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেবে। মক্কা বিএনপির সভাপতি খোন্দকার হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মক্কা বিএনপিসাধারণ সম্পাদক নুরুল আবসার চৌধুরীসহ প্রাদেশিক শাখা ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • Fazlul Haque ৩ জুলাই, ২০১৭, ১:৩৩ পিএম says : 0
    Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ