Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ধাওয়া খেয়ে কীর্তনখোলায় ঝাপ দিয়ে অস্ত্রধারী নিখোঁজ

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালে অনিক নামের এক অস্ত্রধারী যুবক পুলিশের ধাওয়া খেয়ে কীর্তনখোলা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ অনিক নগরীর ১০ নম্বর ওয়ার্ড কেডিসি এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কির্তনখোলা নদী তীরে বিনোদন কেন্দ্র মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে সে ঝাপ দেয়। একাধীক সূত্র জানিয়েছে, সন্ত্রাশী অনিক আবির হোসেন দুলাল নামে এক ব্যক্তির কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল। গত শনিবার সন্ধ্যার পরে ফের দুলালকে মুক্তিযোদ্ধা পার্কে আসতে বলে সে। সেই অনুযায়ী দুলাল তার বন্ধু হোসেনকে নিয়ে পার্কে আসলে অস্ত্রধারী অনিক তার ৪/৫ জন সহযোগীদের নিয়ে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে ওই যুবক ধারালো চাকু দিয়ে দুলাল ও তার বন্ধু হোসেনকে আঘাত করতে উদ্যত হয়। একই সময়ে ওই এলাকায় টহলরত থাকা কোতোয়ালী মডেল থানা পুলিশের এএসআই ইলিয়াস বিষয়টি দেখে অস্ত্রধারী যুবকদের ধাওয়া করে। এসময়ে অনিকের সহযোগিরা দৌঁড়ে পালালেও গ্রেফতার এড়াতে অস্ত্রধারী অনিক কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ