Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযান হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-৩

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী র‌্যাব-৫ গত শনিবার সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে প্রায় হাজার বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নগরীর মাহমখদুম থানার সিটিহাট বাইপাশ এলাকার একটি ফিলিং স্টেশনে দাড়িয়ে থাকা এক ট্রাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, গোদাগাড়ী উপজেলার ফোয়ারপুর গ্রামের মকসেদ আলীর ছেলে রমজান আলী (৩৫) এবং একই উপজেলার আমতলী হঠাৎপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আরিফ হোসেন (২১) ও মাসুদ আলীর ছেলে আলাল উদ্দিন (২৫)। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক কেবিএম মোবাশ্বের রহিম অভিযানের নেতৃত্ব দেন। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছন্দা ফিলিং স্টেশন নামের একটি তেলের পাম্পে রাখা ট্রাকে অভিযান চালায় তারা। এ সময় একটি ট্রাক থেকে ৯৭৪ বোতল ফেন্সিডিল ও ২২ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে ট্রাকে থাকা এই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১২০ টাকা, ৬টি মোবাইল সেট ও ৮টি সিমকার্ড জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ