Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আমন বীজের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ বিএডিসি অফিস ঘেরাও

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী ,নরসিংদী থেকে : গতকাল রোববার সকালে বিএডিসি বীজ বিপনন কেন্দ্রের সামনে শত শত কৃষক আমন ধানের বীজের জন্য বিক্ষোভ প্রর্দশন করেছে। বিএডিসি জেলা বিপনন কেন্দ্র থেকে বীজ নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বীজ না পেয়ে তারা বিএডিসি অফিস ঘেরাও করে বীজের দাবীতে এই বিক্ষোভ প্রর্দশন করে। এ অবস্থায় কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারী কৃষকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারা বিএডিসির বীজ কেন্দ্রের ভিতরে ও বাইরে থাকা কৃষকদের তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বিক্ষোভকারী কৃষকদের সাথে কথা বললে তারা জানায় যে ডিলারদের মাধ্যমে যে বীজ সরবরাহ করা হয়েছে তা তারা কৃষকদেরকে না দিয়ে কালো বাজারে বিক্রি করে দিয়েছে। কৃষকরা ডিলারদের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও বীজ পাচ্ছে না। ডিলাররা বলছে রাতে বীজ আসলে বীজ দেয়া হবে। সামনে দিয়ে কৃষকদেরকে এসব কথা বলে প্রবোধ দিচ্ছে আর পিছন দিক দিয়ে বীজ ধানের বস্তা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এ ব্যাপারে বিপনন কেন্দ্রের সহকারী পরিচালক ড.আবু রেজা মোঃ মাহফুজুর রহমান জানিয়েছেন এ বছর নরসিংদীতে ৪ শত ১ মেঃ টন আমন বীজ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৩৭৬ মেঃ টন বীজ সরবরাহ পাওয়া গেছে। নরসিংদীর ১০৪জন ডিলার ও নিজস্ব বিপনন কেন্দ্রের মাধ্যমে এসব বীজ কৃষকদের নিকট সরবরাহ করা হয়েছে। ডিলাররা উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে ৩৪০ টাকার বীজের বস্তা ৬৫০ টাকা দরে বিক্রি করছে। এই অভিযোগ পাওয়ার পর মনোহরদীতে ৭জন বিএডিসি ডিলারকে মোবাইল কোর্টের মাধ্যমে ১লক্ষ ৯০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গত শুক্রবার মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ এসব অসাধু ডিলারদেরকে ভোক্তা আইনে এসব অর্থদন্ড প্রদান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ