Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অসুস্থ রাজনীতিক ও সাংবাদিকদের পাশে ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: অসুস্থ রাজনীতিবিদ ও সাংবাদিকদের দেখতে হাসপাতাল এবং তাদের বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
গতকাল রোববার শারীরিকভাবে অসুস্থ প্রবীণ রাজনীতিক ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদকে দেখতে তার রাজধানীর বারীধারার বাসভবনে যান ওবায়দুল কাদের। এসময় অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী আমেনা আহমেদ এমপি উপস্থিত ছিলেন। এরপর আরেক প্রবীণ রাজনীতিক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মন্ত্রী শেখ আব্দুল আজিজকে দেখতে তার গুলশানের বাসভবনে যান তিনি। এসময় মন্ত্রী তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফকে দেখতে গতকাল সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে যান ওবায়দুল কাদের। এসময় তিনি চিকিৎসকদের কাছে আলমগীর ইউসুফের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এর আগে গত শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন এবং শুক্রবার নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ