বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ভারতে গরুর গোস্ত খাওয়ার কারনে নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা ও অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতে গরুর গোস্ত খাওয়ার কারনে মুসলমানদের হত্যা চরম সাম্প্রদায়িক উস্কানি। যা মানবাধিকার লঙ্গন ও জাতীয়- আন্তর্জাতিক সকল আইনের পরিপন্থী। মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর বার বার হস্থক্ষেপ করে ব্রক্ষণ্যবাদীরা প্রমান করেছে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয়। ব্রাক্ষণ্যবাদীদের এ মানবাধিকার বিরোধী সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।
আজ রোববার বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানা উল্লাহ, মুফতি ফখরুল ইসলাম, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আবুল কাসেম, মাষ্টার আনসার উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান ও হাফেজ নিজাম উদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।