প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্টঃ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা অং রাখাইনের মাই বাইসাইকেল চলচ্চিত্রটি ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে-এ প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। ৮ জুলাই পর্যন্ত আরজেন্টিনার বুয়েনস আয়রেস শহরে প্রথমবারের মত উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে মাই বাইসাইকেল সিনেমাটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল,আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো সহ অন্যান্য দেশের মোট ১০ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করছে। এছাড়াও ছবিটি ব্রাজিলের সিনে-কুরিয়ান ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করবে। উৎসব চলবে জুলাই ১২ থেকে জুলাই ১৬ পর্যন্ত সালভাদোর ও অগাস্ট এবং ১৬ থেকে ১৯ জুলাই সেরা দো-পেদাইরো শহরে। অং রাখাইনের মাই বাইসাইকেল চলচ্চিত্রটি ইতোমধ্যে তালিন বø্যাক নাইটস, গোটেবর্গ সহ অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সিলভার আকবুজাত এথনিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার লাভ করেছে। তরুণ নির্মাতা অং রাখাইন তার প্রথম সিনেমা মাই বাইসাইকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাত্যহিক জীবন-সংগ্রামকে কাব্যিকভাবে উপস্থাপন করেছেন। নান্দনিক চিত্রায়ণ ছবিটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। খনা টকিজ পরিবেশিত মাই বাইসাইকেল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হয়। ছাড়পত্র পাওয়ার পর সাধারণ দর্শকদের জন্য মাই বাইসাইকেল বাণিজ্যিকভাবে মুক্তি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।