প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে, সাদাকালো প্রেম, রাত্রির যাত্রী, নাইয়র, টার্গেট ও স্বপ্নবাড়ি। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি বলে জানিয়েছেন মিলন। মিলন বলেন, পাঁচটি সিনেমারই শূটিং শেষ। এগুলোর মুক্তির প্রক্রিয়া চলছে। সিনেমাগুলোতে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। বিশেষ করে স্বপ্নবাড়ি সিনেমায়। এটি ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। এই ধরনের সিনেমা আমাদের দেশে খুবই কম নির্মিত হয়েছে। বাকি সিনেমাগুলোতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। প্রতিটি চরিত্র সঠিকভাবে উপস্থাপন করতে ঘাম ঝরাতে হয়েছে। এদিকে মিলন অভিনীত রাজনীতি সিনেমাটি এই ঈদে মুক্তি পেয়েছে। মিলন বলেন, একেবারে দেশীয় সিনেমা রাজনীতি। আমাদের দেশের নির্মাতা, দেশের প্রযোজনা এবং সব কলাকুশলীও দেশের। পাশাপাশি গল্পটি খুব সুন্দর। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করছেন মিলন। এবারের ঈদে তার অভিনীত ১১টি নাটক প্রচার হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।