Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধযুগ ধরেই জরাজীর্ণ রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর বিটের এফজি কোয়ার্টারস

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত নিশ্চিন্তাপুর বিটের এফজি কোয়ার্টার ৬ বছর যাবত অকেজো হয়ে পড়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কোয়ার্টারের অচলাবস্থার কারনে ৮টি কক্ষ বনবিভাগ পরিত্যক্ত ঘোষনা করেছে। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে অফিস নির্মাণ করলেও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোন কাজে আসছে না। এফজি কোয়ার্টার অকেজো হয়ে পড়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার লিখিত জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের কর্মরত বনকর্মকর্তা-কর্মচারীরা খুবই ঝঁকির মধ্যে ঝরাঝীর্ণ বিট অফিসে কার্যক্রম চালাচ্ছে। বৃষ্টি হলে টিনের চালা দিয়ে পানি নিচে গড়িয়ে পড়ে এবং মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। দরজা জানালা খুবই নড়েবড়ে অবস্থা। অত্যন্ত ঝুঁকির মধ্যে দিনযাপন করছেন বনবিভাগের লোকজন। অথচ সরকারের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ রক্ষা করছেন অবহেলার শিকার এসব মাঠপর্যায়ের বনকর্মীরা। হাটহাজারী রেঞ্জ থেকে বিভক্ত হয়ে ইছামতি রেঞ্জের আওতায় ২০০৬ সালে রাঙ্গুনিয়ার ইসলামপুরে নিশ্চিন্তাপুর বিট স্থাপিত হয়। কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ও কোয়ার্টার নির্মাণের কয়েক বছরের মধ্যে এফজি কোয়ার্টার ভবন সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। সেই থেকে ঝুঁকিপূর্ণ অফিস ভবনে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছেন। অফিস প্রতিষ্ঠার পর থেকে স্থায়ী বিদ্যুতের ব্যবস্থা নেই। অফিসের কাছাকাছি বিদ্যুতের খুটি স্থাপন করা হলেও সংযোগ মিলছে না।
ইছামতি রেঞ্জের নিশ্চিন্তাপুর বিট কর্মকর্তা ফরেষ্টার রাজীব উদ্দিন ইব্রাহিম জানান, ঝরাঝীর্ণ ভবনে অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে। যোগাযোগও ব্যবস্থা খুবই নাজুক। দরজা, জানালা ও অবকাঠামো দূর্বল হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে থাকতে হচ্ছে। সর্বোপরি বিভিন্ন সমস্যা নিয়ে অফিসের কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছি। ঝরাঝীর্ণ ভবন সর্ম্পকে বনবিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ