Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে বাড়ি ঘর ভাঙচুর

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী সদর উপজেলার বালিগাঁওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও ২ লক্ষ টাকার গাছ কর্তন করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের আজিজুর রহমান চৌধুরী প্রকাশ নাছির বাদী হয়ে জামশেদ হোসেন জিকু, জাকের হোসেন জন্টু, আরবা খাতুন, ডেইজি এবং রুমাসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন, মামলা নং : ৯৮০। মামলা সুত্রে জানা গেছে বালিগাঁও মৌজার ৩৫৬ নং খতিয়ানের ৪/৫ দাগের ভূমিতে দীর্ঘ দিন ধরে বাদী শান্তিপূর্নভাবে বসবাস করিতেছেন। আসামীদের সাথে বাদীর ২১ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। সর্বশেষ গতমাসের ২৯ তারিখ সকালে উল্লেখিত আসামীরা অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে উক্ত জায়গায় হামলা চালায়। এ সময়ে মেহেগুনি, সেগুন, আকাশী, বেলজিয়াম ও কড়ই গাছসহ আনুমানিক ২ লক্ষ টাকার গাছ কেটে ফেলা হয়। ঐ জায়গায় নির্মিত একটি টিন সেড় ঘর ও একটি রান্না ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এতে বাদীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এ সময় সন্ত্রাসীরা পল্লী বিদ্যুতের লাইন কেটে দেয়। বাদীর স্ত্রী হাজেরা বেগম এতে বাধা দিলে তার শ্লিলতাহানি করা হয়। তার গলায় থাকা স্বর্নের চেইন জোর পূর্বক চিনিয়ে নিয়ে তাকে ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। ভাঙচুরের পুর্বে ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণ, মোবাইল সেট, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় আসামীরা। ঘটনার প্রত্যেক্ষ স্বাক্ষী হিসাবে ছেরাজুল হক, প্রদিপ দাস, রাজিব দাস, রবিন্দ্র দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ ঘটনায় ০১ জুলাই জামাল হোসেন চৌধুরী রিকুকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ