Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুন ক্লোজিংয়ের নামে আ.লীগ নেতারা লুটপাট চালাচ্ছে -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ২:৩৮ পিএম | আপডেট : ২:৫২ পিএম, ২ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার : জুন ক্লোজিংয়ের নামে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রবিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা ‘জেনিটিক্যাল লায়ার’ তারা মিথ্যার বাতাস বইয়ে দেওয়ার টেকনিক গ্রহণ করেছে। সত্যের লেশমাত্র এরা সহ্য করে না। কারণ এই সরকার দেশকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে।’


রিজভী আরো বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিত ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে। ব্যাংক, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদ-মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। এমন লুটপাটের ঘটনা দেশের সর্বত্রই বিরাজমান।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে আর্থিক খাতগুলো ধ্বংস করে দিয়েছে। তারা দেশ থেকে লুটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। ফলে আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি এখনো নিজেদেরকে সংশোধন না করে তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমূর আলম খন্দকার, রুহুল কুদ্দস তালুকদার দুলু,হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • harun ur rashid ২ জুলাই, ২০১৭, ৮:০০ পিএম says : 0
    We are foolish public know that if you change to come power. The same drama staged even sometimes increased many fold.
    Total Reply(0) Reply
  • mohammad ali ২ জুলাই, ২০১৭, ৮:২৭ পিএম says : 0
    BEFORE we did not believe BNP'S allegation against AL./SK.H.GOVT. now we see corrers of money r smuggled out of country 2 swiss bank. so rizvi's comments r OK. sharjah
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২ জুলাই, ২০১৭, ১০:৫৩ পিএম says : 0
    আপনাদের সময় ও এই গুলি ছিল। এর ধারাবাহিকতাই এখন ও চলছে। সমাধানের এক মাত্র পথ খাঁটি গণতন্র। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ