Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:৪৮ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে কামাল হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে টঙ্গী স্টেশনের পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
কামাল বিসিক মিরাশপাড়া এলাকার মৃত ওলিউর রহমানের ছেলে। তিনি টঙ্গী থানা যুবলীগের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী স্টেশনের পাশে ওই পরিত্যক্ত ভবনে পেটে ছুরিবিদ্ধ অবস্থায় কামালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী থানার এস আই মো. আশরাফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ